empty
 
 
23.01.2026 11:45 AM
মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট — ২৩ জানুয়ারি

ডোনাল্ড ট্রাম্প এখনও শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তগুলো দিয়ে মার্কেটে অস্থিরতা সৃষ্টি করে চলেছেন

This image is no longer relevant


ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্ক আরোপের হুমকি দেন, ঠিক সেভাবেই তা বাতিলও করেন। ফলে মার্কেট উপর থেকে নিচে—সবদিকেই দোল খায়। বিনিয়োগকারীরা 'সেল আমেরিকা' মনোভাব থেকে TACO-র দিকে ঝুঁকে পড়ছেন—অর্থাৎ "Trump Always Chickens Out" (ট্রাম্প সবসময় পিছিয়ে পড়েন)। অভিজ্ঞ ট্রেডাররা এটি জানেন, তাই মার্কিন-ইইউ-এর মধ্যকার মতবিরোধের তীব্রতায় S&P 500 সূচকের ব্যাপক দরপতন হলেও তারা বিচলিত হননি। উল্টো, এটি ক্রয়ের সুযোগ হিসেবে দেখা হয়েছিল এবং ট্রেডাররা মার্কেটে এন্ট্রি প্রবেশ করেছিল।

ভূরাজনৈতিক অস্থিরতা বজায় থাকলেও ইকুইটি সূচকসমূহের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতাকে উপেক্ষা করার উপায় নেই। মার্কিন অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সুদের হার প্রায় 3.75%-এর মধ্যে রাখা হলেও দেশটির অর্থনীতি সেই চাপ সহ্য করতে সক্ষম। ফেড সম্ভবত জুন মাসে সুদের হার হ্রাস করতে শুরু করবে। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা 2026 সালের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আয়ের পূর্বাভাস 14% পর্যন্ত বাড়িয়েছেন। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

ভূ-রাজনৈতিক চাপ কমায় মার্কিন স্টক মার্কেট পুনরুদ্ধার করছে

This image is no longer relevant

ভূরাজনৈতিক ও বাণিজ্যখাতে ঝুঁকির কারণে তীব্র ওঠা-নামার পর মার্কিন স্টক মার্কেটে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে টানাপোড়েন হ্রাসের সঙ্গে সঙ্গে প্রধান স্টক সূচকগুলো—নাসডাক 100, S&P 500 এবং ডাও জোন্সে— ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। পুনরুদ্ধারের ক্ষেত্রে নাসডাক 100 সূচকের ভূমিকা বিশেষভাবে লক্ষণীয় ছিল।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে। 2025 সালের তৃতীয় প্রান্তিকের সংশোধিত মোট জিডিপি বার্ষিক ভিত্তিতে বেড়ে 4.4%-এ পৌঁছেছে, যা প্রাথমিক পূর্বাভাস ছাড়িয়ে গেছে। মার্কিন ডলার সূচক 98.55-এ নেমে গিয়েছে, যা বিশেষত মার্কিন প্রযুক্তি খাতভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানির আয়ের পক্ষে ইতিবাচক। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

দৃঢ় অভ্যন্তরীণ চাহিদার ওপর ভিত্তি করে স্টক মার্কেটের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে

This image is no longer relevant

1998 সালের পর থেকে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো সবচেয়ে বেশি মাত্রায় আর্থিক নীতিমালা নমনীয় করছে—এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক ঝুঁকি যথেষ্ট গুরুতর না হলে S&P 500 সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাঁধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। ট্রাম্প ইউরোপে শুল্ক আরোপের হুমকি দিলেও পরবর্তীতে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, যা ট্রেডারদের কাছে শিশুসুলভ কর্মকান্ড হিসেবে বিবেচিত হয়েছে; ফলে স্টক বিক্রয়ের প্রবণতা কমে দ্রুত ক্রয়ের প্রবণতা শুরু হয় এবং সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল স্টক মার্কেটের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করেছে।


গত বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন জিডিপি প্রবৃদ্ধির হার 3.8% থেকে 4.4% তে ত্বরান্বিত হয়েছে—যেখানে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী এই হার

4.3%-এ পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছিল। আটলান্টা ফেডের লিডিং ইনডিকেটরে অক্টোবর-ডিসেম্বরে মার্কিন জিডিপি হার 5.4%-এ ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত দেয়া হয়েছিল। প্রাথমিক বেকারভাতা আবেদনের সংখ্যাও 200,000-এ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বাভাস অতিক্রম করলেও শ্রমবাজার স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দেয়। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.