empty
 
 
X

সময় ফিল্টার


আজ | গতকাল | সপ্তাহ | মাস



সময় ফিল্টার
শব্দ ফিল্টার
ইউটিসি
বিলিয়নিয়ারদের নতুন ঠিকানা আরব আমিরাত

বিলিয়নিয়ারদের নতুন ঠিকানা আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত এখন বিশ্বের ধনী ব্যক্তিদের জন্য অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে। অনুকূল করনীতি, নিয়ন্ত্রন কাঠামোর সংস্কার এবং বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি ভিসা—এই সবই দেশটিকে উচ্চ-সম্পদধারী ব্যক্তিদের জন্য এক স্বপ্নের স্থান করে তুলেছে। হেনলি অ্যান্ড পার্টনারসের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই আমিরাতে নতুন করে ৯,০০০-এর বেশি মিলিয়নিয়ার চলে আসবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও অনেকে এখনো প্যাকিং করছেন, বেশ কয়েকজন বিলিয়নিয়ার ইতোমধ্যেই সেখানে পাড়ি জমিয়েছেন। চলুন পাঁচজন ব্যবসায়ীকে দেখে নেওয়া যাক, যাঁরা এখন আমিরাতকে নিজের ঘর বানিয়ে ফেলেছেন।

05:56 2025-08-04 UTC+00
5
690
পৃথিবীর সাতটি শ্বাসরুদ্ধকর শূন্যস্থান

পৃথিবীর সাতটি শ্বাসরুদ্ধকর শূন্যস্থান

পৃথিবীর নানা প্রান্তের মাটি বা পানিতে রয়েছে কিছু বিশালাকৃতির শূন্যতা, যেগুলো তাদের আকার আর রহস্যময় সৌন্দর্যে বিস্মিত করে। এসব হতে পারে প্রাকৃতিক সিঙ্কহোল, মানবসৃষ্ট খনির গর্ত, দানবাকৃতির গুহা কিংবা পানির উপর হঠাৎ গজিয়ে ওঠা রহস্যময় ছিদ্র—প্রতিটি শূন্যতাই অনন্য, ভিন্ন ভিন্ন ইতিহাসে ঘেরা। কোনোটি হাজারো বছর ধরে গঠিত হয়েছে, কোনোটি আবার মাত্র কয়েক ঘণ্টায় তৈরি। এই ফটো-নিউজের মাধ্যমে আমরা তুলে ধরছি এমন সাতটি শূন্যতাকে, যেগুলো শুধু নজর কাড়ে না, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়—আমাদের এই পৃথিবীর পৃষ্ঠতল কতটা অদ্ভূত হতে পারে।

04:01 2025-07-24 UTC+00
7
316
আরও দেখুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.