
পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সাতটি ফল
পৃথিবীতে খাবার উপযোগী দুই হাজারেরও বেশি ধরনের ফল রয়েছে। তবে এসব ফলের খুব অল্প কয়েকটিই সাধারণ মানুষ চেনে। বাকি ফলগুলো দুর্লভ, অদ্ভুত স্বাদের, অস্বাভাবিক গঠনের কিংবা ব্যতিক্রমী ঘ্রাণের—যেগুলোর দেখা আপনি কোনো সুপারমার্কেটে পাবেন না। কিছু ফল গভীর দুর্গম জঙ্গলে জন্মে, আবার কিছু ফলের দাম এক কেজি ট্রাফল মাশরুমের চেয়েও বেশি। এই প্রতিবেদনটিতে আমরা এমন সাতটি বিস্ময়কর ফল তুলে ধরেছি, যেগুলোর স্বাদ ও বৈশিষ্ট্য অভিজ্ঞ খাদ্যরসিককেও চমকে দিতে পারে।