empty
 
 
X

সময় ফিল্টার


আজ | গতকাল | সপ্তাহ | মাস



সময় ফিল্টার
শব্দ ফিল্টার
ইউটিসি
শীর্ষ পাঁচটি পরিবেশবান্ধব দেশ

শীর্ষ পাঁচটি পরিবেশবান্ধব দেশ

পরিচ্ছন্ন বাতাস, বিশুদ্ধ পানি এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি—এসব আর কেবল কল্পনা নয়, বরং বাস্তবতা হয়ে উঠেছে সেই দেশগুলোতে যারা এনভার্নমেন্টাল পারফরম্যান্স ইনডেক্সের (EPI)-এর শীর্ষে অবস্থান করছে। ইয়েল ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সহায়তায় তৈরি এই আন্তর্জাতিক সূচকটি বিশ্বজুড়ে ১৮০টি দেশকে পরিবেশগত নানা সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে। ২০২৫ সালে সূচকটি নতুন করে হালনাগাদ করা হয়েছে। চলুন দেখে নিই পরিবেশগত নীতিমালার ক্ষেত্রে কারা বৈশ্বিক পর্যায়ে শীর্ষ নেতৃস্থানীয় অবস্থানে উঠে এসেছে।

04:29 2025-07-10 UTC+00
5
563
বিশ্বের শীর্ষ ৫টি রিজার্ভ কারেন্সি

বিশ্বের শীর্ষ ৫টি রিজার্ভ কারেন্সি

আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক নীতিতে ভরকেন্দ্র হিসেবে কাজ করা কয়েকটি মুদ্রা বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় আধিপত্য বিস্তার করে রেখেছে। এই মুদ্রাগুলোকে বলা হয় রিজার্ভ কারেন্সি—যেগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের নিজস্ব মুদ্রার ভিত্তি হিসেবে এসব সংরক্ষণ করে রাখে, যা মূলত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের আকারে রাখা হয়। এসব মুদ্রা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাধীনভাবে রূপান্তরযোগ্য এবং বিশ্বব্যাপী আস্থাশীল হিসেবে বিবেচিত হয়। আসুন এক নজরে শীর্ষ পাঁচটি রিজার্ভ কারেন্সি দেখে নিই।

05:09 2025-07-09 UTC+00
5
494
অ্যাপল ইনকর্পোরেটেডের ঔজ্জ্বল্য ম্লান হচ্ছে, সামনে ১০টি গুরুতর চ্যালেঞ্জ

অ্যাপল ইনকর্পোরেটেডের ঔজ্জ্বল্য ম্লান হচ্ছে, সামনে ১০টি গুরুতর চ্যালেঞ্জ

এক সময় অ্যাপল নিরঙ্কুশভাবে বাজারে শীর্ষস্থানীয় অবস্থানে ছিল—যা উদ্ভাবনের মানদণ্ড ও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হত। কিন্তু চলতি বছর সেই উজ্জ্বলতা ফিকে হয়ে যাচ্ছে। বাজারমূল্যের দিক থেকে অ্যাপল মাইক্রোসফট এবং এনভিডিয়ার থেকে পিছিয়ে পড়েছে, সেইসাথে এটির স্টকের হতাশাজনক ফলাফল, পণ্য বিক্রি ধীরগতি, আর নিয়ন্ত্রক সংস্থার চাপ তো বাড়ছেই। একসময় অ্যাপল বাজার পরিস্থিতি নির্ধারণ করত, এখন তা কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেন এমন হচ্ছে? চলুন দেখে নিই—এ মুহূর্তে অ্যাপল কোন ১০টি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

04:23 2025-07-01 UTC+00
10
437
ইরানি তেলের ওপর সর্বাধিক নির্ভরশীল সাতটি দেশ

ইরানি তেলের ওপর সর্বাধিক নির্ভরশীল সাতটি দেশ

ইসরায়েল-ইরান সংঘাত এখন এক নতুন ও অনেক বেশি বিপজ্জনক মাত্রা ধারণ করেছে: ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার ফলে দেশটির সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হুমকির মুখে পড়েছে। বিনিয়োগকারীরা ইতোমধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা মূল্যায়ন করছেন — রপ্তানি ব্যাহত হওয়া থেকে শুরু করে হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধ পর্যন্ত, যা বৈশ্বিক তেল সরবরাহের একটি বড় অংশের প্রবেশদ্বার। এই প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেইসব দেশ, যাদের অর্থনীতি ইরানি অপরিশোধিত তেলের সঙ্গে গভীরভাবে জড়িত। আসুন দেখে নেওয়া যাক, কোন দেশগুলো এখন সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে।

11:54 2025-06-25 UTC+00
7
615
আরও দেখুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.